![বোয়ালখালীতে এক রাতে ৭টি গরু চুরি](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/13/abnews-24.bbbbbbbb_135019.jpg)
বোয়ালখালী (চট্টগ্রাম), ১৩ এপ্রিল, এবিনিউজ: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার নাজির চর থেকে এক রাতে চার কৃষকের ৭টি গরু চুরি হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিনগত রাতে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের নাজির চরে এ ঘটনা ঘটে। শুক্রবার সকালে নাজির চরে গেলে কৃষকরা এ ঘটনা জানতে পারেন।
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলী জানান, শ্রীপুর মাতব্বর বাড়ীর আমীর হোসেনের ২টি, মো. সায়েমের ৩টি, মো. বখতেয়ারের ১টি ও তাহেরের ১টি গরু নাজির চর থেকে চুরি হয়েছে। এ ঘটনা চিহ্নিত মাদক ব্যবসায়ীরা ঘটিয়েছে বলে জানান তিনি।
শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মোকারম বলেন, ক্ষতিগ্রস্থদের থানায় অভিযোগ করার পরামর্শ দিয়েছি। গরু গুলোর আনুমানিক বাজার মূল্য সাড়ে ৩ লাখ টাকা হবে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিমাংশু কুমার দাস বলেন, এ ব্যাপারে অভিযোগ পাইনি। পেলে ব্যবস্থা নেওয়া হবে।
এবিএন/রাজু দে/জসিম/তোহা