বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

মদনে এক আওয়ামী লীগ নেতার গণসংযোগ

মদনে এক আওয়ামী লীগ নেতার গণসংযোগ

মদন (নেত্রকোনা), ১৩ এপ্রিল, এবিনিউজ: একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনা ৪ আসনের আওয়ামী লীগের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় নেতা শফী আহমেদ আজ শুক্রবার মদন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নে দুই শতাধিক মোটরসাইকেলে শোডাউন করে গণসংযোগ ও জনসভা যোগদান করেন।

গোবিন্দশ্রী ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করে বিকালে গোবিন্দশ্রী উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা তরিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শফী আহমেদ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর মেয়র আওয়ামী লীগ নেতা মোঃ আব্দুল হান্নান তালুকদার শামীম,মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান মাষ্টার,সাবেক আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সাত্তার আহম্মদ, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো. লিটন বাঙ্গালী,সাবেক ইউপি চেয়ারম্যান আজিজুল হক বিকচান,মোঃ খোকন মাষ্টার,মো. শহিদুল্লাহ মাষ্টার,সাবেক ছাত্রলীগ সভাপতি বিমান বৈশ্য,কৃষক লীগ সভাপতি মোঃ আব্দুস সবুর, আনু মেম্বার প্রমূখ।

সভায় আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় শফী আহমেদ বলেন,এ সরকার জনগণের কল্যানের সরকার। আওয়ামী লীগ ক্ষমতায় এলে সাধারণ মানুষের সুখ শান্তি বৃদ্ধি পায়। আগামী নির্বাচনে আমি নৌকার মনোয়ন পেয়ে বিজয়ী হলে এলাকার অসমাপ্ত উন্নয়ন দ্রুত সম্পন্ন করব।

এবিএন/তোফাজ্জল হোসেন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত