![সিরাজগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/13/abnews-24.bbbbbbbbbbbb_135023.jpg)
সিরাজগঞ্জ, ১৩ এপ্রিল, এবিনিউজ: সিরাজগঞ্জের বেলকুচিতে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও এক রাউন্ড গুলিসহ দুই যুবককে আটক করেছে র্যাব ১২ সদস্যরা। আজ শুক্রবার বিকেলে র্যাব -১২’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে চর গোপালপুর গ্রামে অভিযান চালিয়ে ওই দুই যুবককে আটক করা হয়।
তারা হলেন, উপজেলার মাহমুদপুর গ্রামের শাহ আলমের ছেলে আনোয়ার হোসেন (৩০) ও একই উপজেলার গোপালপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে শাহীন আলম (২৪)। এ সময় তাদের দেহ তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, এক রাউন্ড গুলি ও দু’টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/তোহা