শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • নরসিংদীর বর্ষিয়ান রাজনীতিক মাহাবুবর রহমান আর নেই

নরসিংদীর বর্ষিয়ান রাজনীতিক মাহাবুবর রহমান আর নেই

নরসিংদীর বর্ষিয়ান রাজনীতিক মাহাবুবর রহমান আর নেই

শিবপুর (নরসিংদী), ১৩ এপ্রিল, এবিনিউজ: নরসিংদীর বর্ষিয়ান রাজনীতিক, জেলা আওয়ামীলীগে’র সিনিয়র সহ- সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ জাতীয় কমিটির সদস্য ও জেলা আওয়ামীলীগে’র সাবেক সাধারন সম্পাদক বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর আলহাজ্ব মাহাবুবর রহমান ভূঁইয়া আর নেই (ইন্নালিল্লাহি....... রাজিয়ুন)।

তিনি আজ শুক্রবার সকাল ১১ টায় ঢাকাস্থ স্কয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি চার ছেলে ও দুই মেয়েসহ আত্মীয়-স্বজন ও অনেক গুণগাহী রেখে গেছেন। এই জননেতার মৃত্যুতে দলমত নির্বিশেষে নরসিংদীবাসী গভীর শোকাহত। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে জেলার বিভিন্ন স্থান থেকে আত্মীয়-স্বজন, নেতা-কর্মীরা তাদের প্রিয় নেতাকে একনজর দেখতে এবং খোঁজখবর নিতে শিবপুর উপজেলার সৈয়দনগর বাড়ীতে ভীড় জমায়।

আলহাজ্ব মাহাবুবর রহমান ভূঁইয়া পর পর তিনবার বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটি সদস্য নির্বাচিত হন। তিনি আওয়ামী লীগের দুঃসময় ১৯৭৯ সালে এবং বিএনপির প্রয়াত মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়ার বিরুদ্ধে ১৯৯৬ ও ২০০১ সালে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন।

তিনি আগামী সংসদ নির্বাচনেও এ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। ছাত্র জীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে আমৃত্যু তিনি আওয়ামী লীগের রাজনীতি করে গেছেন। আওয়ামীলীগের দুর্দিনের কাণ্ডারী হিসেবে পুরো জেলায় তার ব্যাপক নাম-ডাক রয়েছে।

বিএনপির সাবেক মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়ার জনপ্রিয়তা যখন তুঙ্গে তখন তার বিরুদ্ধে নির্বাচনে প্রার্থী হয়ে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হন। কর্ম জীবনে তিনি বেসিক ব্যাংকের পরিচালক হিসেবে দায়িত্বরত ছিলেন। এর আগে তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।

আগামীকাল শনিবার সকাল ১০ টায় সৈয়দ নগর হাইস্কুল মাঠে মরহুম এর জানাযা নামাজ অনুষ্ঠিত হবে।

এবিএন/আনোয়ার হোসেন স্বপন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত