বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
সেবা গ্রহিতাদের চরম ভোগান্তি

পটিয়া হাসপাতালে টস লাইটে চলে জরুরী বিভাগ

পটিয়া হাসপাতালে টস লাইটে চলে জরুরী বিভাগ

পটিয়া (চট্টগ্রাম), ১৩ এপ্রিল, এবিনিউজ: পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে বিদ্যুতের লোডশেডিংয়ে টস লাইট দিয়ে রোগীর অপারেশন কার্যক্রম চালাতে বাধ্য হচ্ছে কর্তব্যরত চিকিৎকরা। এতে নানা ঝুঁকি থাকায় রোগী সহ সংশ্লিষ্টদের মাঝে অসন্তোষ বিরাজ করছে।

তারা অবিলম্বে হাসপাতালে সার্বক্ষণিক বিদ্যুৎ ও আলোর ব্যবস্থা নিশ্চিত করার জন্য পটিয়ার সাংসদ আলহাজ্ব সামশুল হক চৌধুরী সহ সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করেছে। বিদ্যুতের লোডশেডিং পটিয়া হাসপাতালে এপিএস-জেনারেটর সচল না থাকায় স্বাস্থ্য চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে ১নং ওয়ার্ড কাউন্সিলর আবদুল খালেক, ৮নং ওয়ার্ড কাউন্সিলর এম.এ মন্নান সহ অনেকে জানান।

জানা যায়, পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সটি এ অঞ্চলের দশ ১০ লক্ষ মানুষের স্বাস্থ্য সেবার একমাত্র ঠিকানা। এখানে প্রতিদিন সন্ধ্যায় বিদ্যুতের লোডশেডিং শুরু হলে এটি যেন ভূঁতুড়ে বাড়িতে পরিণত হয়। নূন্যতম কোন লাইট বা আলোর ব্যবস্থা না থাকায় জরুরী বিভাগের ভর্তি রোগীদেরকে কর্তব্যরত চিকিৎকরা টস জ্বালিয়ে ছোট-খাটো অপারেশন গুলো করতে বাধ্য হয়। এব্যাপারে পটিয়া গ্রামার স্কুলের পরিচালক রোকনুজ্জামান সবুজ জানান, গত মঙ্গলবার তিনি তার এক আত্মীয়কে হাসপাতালে রাত ৯টা নাগাদ ভর্তি করার জন্য নিয়ে গেলে বিদ্যুতের লোডশেডিংয়ে পড়েন।

এসময় হাসপাতালের কোথাও কোন ধরণের আলোর ব্যবস্থা না থাকায় রোগীদেরকে নানা বিড়ম্বনায় পড়তে হয়। এমনকি ছোট-খাটো অপারেশন কার্যক্রম চালাতে গিয়ে জরুরী বিভাগের ডাক্তারদের টস লাইটের সাহায্য নিতে হয়। এসময় তিনি বিষয়টি কর্তব্যরত চিকিৎসকের নজরে আনলে তিনি বলেন, জেনারেটরে তেল না থাকায় এটি চালু করা সম্ভব হচ্ছে না। তারা জেনারেটরের তেল সরবরাহ নিশ্চিত করার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।

এবিএন/সেলিম চৌধুরী/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত