শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • লালমনিরহাটে জাতীয় পার্টিতে কোন্দল: গণ-পদত্যাগের ঘোষনা

লালমনিরহাটে জাতীয় পার্টিতে কোন্দল: গণ-পদত্যাগের ঘোষনা

লালমনিরহাটে জাতীয় পার্টিতে কোন্দল: গণ-পদত্যাগের ঘোষনা

লালমনিরহাট, ১৩ এপ্রিল, এবিনিউজ: লালমনিরহাটে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের আগমনকে ঘিরে দলীয় নেতা-কর্মীরা যখন চাঙ্গা হয়ে উঠেছে, ঠিক সেই মুহুর্তে দলের কেন্দ্রীয় সদস্য এম জি মোস্তফাকে বহিস্কার করায় নতুন করে দলীয় কোন্দল দেখা দিয়েছে। গত বৃহস্পতিবার জাতীয় পার্টির যুগ্ন-দফতর সম্পাদক এম এ রাজ্জাক খান এক প্রেস বিজ্ঞপ্তিতে দলের চেয়ারম্যানের সাংগঠনিক নির্দেশে এম জি মোস্তফাকে পার্টির প্রাথমিক সদস্য পদসহ সকল পদ ও পদবীর দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করেন।

তার এ প্রেস বিজ্ঞপ্তি প্রকাশের পর পরেই লালমনিরহাটের হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলায় জাতীয় পার্টির নেতা-কর্মীরা বিক্ষুপ্ত হয়ে উঠে। তারা হাতীবান্ধা দলীয় কার্যালয়ে মিলিত হয়ে বহিস্কারের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। তবে এম জি মোস্তফা জানান, তিনি যেহেতু কেন্দ্রীয় কমিটি’র সদস্য, সেহেতু এক মাত্র দলের চেয়ারম্যান ছাড়া অন্য কেউ তাকে বহিস্কার করতে পারে না। আগামী ১৬ এপ্রিল লালমনিরহাটের আদিতমারীতে জাতীয় পার্টির জনসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন, জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।

জাতীয় পার্টির নেতা-কর্মীদের সাথে কথা বলে জানা গেছে, জাতীয় পার্টির দূর্গ হিসাবে পরিচিত লালমনিরহাটের ৩ টি আসনেই এখন আওয়ামীলীগের দখলে চলে গেছে। জেলার ৫ টি উপজেলার মধ্যে লালমনিরহাট-২ (কালীগঞ্জ ও আদিমারী) উপজেলায় দলীয় কোন্দল না থাকলেও বাকি ৩ উপজেলায় দলীয় কোন্দলের কারণে সাংগঠনিক অবস্থা নেই বললেই চলে। লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ তার ব্যক্তিগত কর্মকর্তা মেজর (অব ঃ) খালেদ আখতারকে প্রার্থী ঘোষনা দিলেও তা মানতে নারাজ মাঠের নেতা-কর্মীরা।

অন্য দিকে লালমনিরহাট-৩ সদর আসনে এরশাদ তার ছোট ভাই জিএম কাদেরকে প্রার্থী ঘোষনা করলেও অপর একটি অংশ ওই আসন থেকে কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ একেএম মাহবুবুল আলম মিঠুকে প্রার্থী করার দাবী করে আসছেন। ফলে দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের আগমনকে ঘিরে জেলার এমপি প্রার্থীসহ তাদের নেতা-কর্মীরা পাল্টা-পাল্টি অবস্থান নিয়ে ব্যাপক শো-ডাউনের প্রস্তুতি নিচ্ছে। লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসনে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা রোকন উদিন বাবুলের নেতৃত্বে দলের নেতা-কর্মীরা শক্ত অবস্থানে থাকলে বাকি উপজেলা গুলোতে দলীয় কোন্দলের কারণে সাংগঠনিক অবস্থা ভেঙ্গে পড়েছে। দলীয় কোন্দলের কারণে হাতীবান্ধায় জাতীয় পার্টির দুইটি আলাদা আলাদা দলীয় কার্যালয় হয়েছে।

এ দিকে শুক্রবার বিকালে হাতীবান্ধা জাতীয় পার্টির কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে উপজেলা জাতীয় পার্টির নেতা-কর্মীরা বলেন, আাগমী ৪৮ ঘন্টার মধ্যে যদি কেন্দ্রীয় কমিটি’র সদস্য এম জি মোস্তফার বহিস্কার আদেশ প্রত্যাহার করা না হয় তাহলে উপজেলার সকল নেতা-কর্মী গণ পদত্যাগ করবেন।

হাতীবান্ধা উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মিজানুর রহমান মিলন বলেন, লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) উপজেলায় জাতীয় পার্টির রাজনীতি এম জি মোস্তফাকে ঘিরে। তিনি দীর্ঘ দিন ধরে এই দুই উপজেলায় জাতীয় পার্টিকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছে। এ ছাড়া এ আসনে দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নির্বাচন করার কথা রয়েছে। নির্বাচনের পুর্বে পরিকল্পিত ভাবে এমজি মোস্তফাকে বহিস্কারের মধ্য দিয়ে জাতীয় পার্টির ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই বহিস্কার আদেশ প্রত্যাহারে দলের চেয়ারম্যানের কাছে অনুরোধ করছি।

এ দিকে লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে জাতীয় পার্টির মনোনীত এম পি প্রাথীর্, জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ’র বক্তিগত কর্মকর্তা মেজর (অব ঃ) খালেদ আখতার বলেন, লালমনিরহাটে জাতীয় পার্টিতে কোনো কোন্দল নেই। দলীয় গঠনতন্ত্রের ভিত্তিতে পার্টির চেয়ারম্যানের নির্দেশে এম জি মোস্তফাকে দল থেকে বহিস্কার করা হয়েছে। এতে দলের কোনো ক্ষতি হবে না বরং ওই দুই উপজেলায় জাতীয় পার্টি আরো শক্তিশালী হবেন।

এবিএন/আসাদুজ্জামান সাজু/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত