বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
ঘোড়াদিয়া উচ্চ বিদ্যালয়ের ২০০২ এস.এস.সি ব্যাচ

নরসিংদীতে নৌকা ভ্রমণ ও বনভোজ অনুষ্ঠিত

নরসিংদীতে নৌকা ভ্রমণ ও বনভোজ অনুষ্ঠিত

নরসিংদী, ১৪ এপ্রিল, এবিনিউজ : প্রাণের টানে নব উদ্যোমে এই শ্লোগান নিয়ে নরসিংদীর ঘোড়াদিয়া উচ্চ বিদ্যালয়ের ২০০২ (এস.এস.সি) ব্যাচের নৌকা ভ্রমণ ও বনভোজ ২০১৮ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার সকালে নরসিংদী পুরাতন থানার ঘাট হতে মরিচাকান্দি বালুরচরের উদ্যোগে গমন করে।

সকাল নয়টায় নৌকাতে সকালে নাস্তা। গন্তব্য স্থানে পৌছার পর বালুরচরে সব বন্ধুরা মিলে ফুটবল খেলা, মেঘনা নদীতে গোসল ও পানিতে লাফালাফি। দুপুরে নৌকাতে সবাই ভোজন করে। ভোজনের শেষে বালুরচরে প্রাকৃতিক মনোরম দৃশ্য উপভোগ করতে ঘুরতে বের হয়। প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার শেষে বিকেলে নরসিংদীর উদ্যোশে নৌকা যাত্রা শুরু করে।

এসময় ২০০২ এর এস.এস.সি ব্যাচের বন্ধুদেরকে একটি মগ ও একটি করে বই উপহার দেওয়া হয় এবং মিষ্টি ও দই খাবারের আয়োজন করে। মেঘনার বুকে নৌকা যখন ভাসছে ঠিক তখনই বন্ধুরা সবাই আপন মনে গলা ছেড়ে গান শুরু করেন। রাত আটটায় নরসিংদীর বিবিনশা ঘাটে ফিরে এসে নিজ নিজ গন্তব্যে চলে যায় সকল বন্ধুরা।

এসময় উপস্থিত ছিলেন- পাভেল ভূইয়া, শাকিল আহমেদ, শরীফ মিয়া, লক্ষন বর্মন, পারভেজ মিয়া, মেহেদী হাসান, সোহেল মজুমদার, রাশেদ চৌধুরি, মুমিনুল ইসলাম, সাদেকুর রহমান, আল-আমিন মিয়া, মনির হোসেন, সুমন ফরাজি, সুমন বাপ্পী, সুব্রত দাস অপু, রুমন, মুক্তার হোসেন, রনি সাহা, মোস্তাফিজুর রহমান, মামুনুর রশিদ, সুমন মিয়া, আহম্মদ আলী।

আরো উপস্থিত ছিলেন- ছালাম সরকার, দীপু আহমেদ, ইয়ামিন মিয়া, নাহিদ মিয়া, মাইনুদ্দিন সওদাগর, সোহেল ভূইয়া, আল-আমিন শিকদার, হুমায়ন কবির, শরীফ মোল্লা, মুক্তার মিয়া ও আলআমিন হোসাইন নূর।

এদিকে আগামী রমজান উপলক্ষে ইফতার পাটি আয়োজন ও গরীব দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণের কর্মসূচির উদ্যোগ গ্রহণ করে তারা।

এবিএন/সুমন রায়/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত