
টাঙ্গাইল, ১৪ এপ্রিল, এবিনিউজ : টাঙ্গাইলে পহেলা বৈশাখ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল ৮টার সময় জেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা কালেক্টরেট মাঠে গিয়ে শেষ হয়। সেখানে পাঁচ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করা হয়।
পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক।
জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম, টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মনোয়ারা বেগম, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়।
আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফ উজ্জামান স্মৃতি, সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, সিভিল সার্জন ডা. শরীফ হোসেন খান, জেলা শিক্ষা অফিসার লায়লা খানম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সিনিয়র তথ্য অফিসার কাজী গোলাম আহাদ।
এসময় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাহার আহমেদ, সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র জামিলুর রহমান মিরন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট জাফর আহমেদসহ স্থানীয় প্রশাসন, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এবিএন/তারেক আহমেদ/জসিম/এমসি