![নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলা নববর্ষেকে বরণ করছে ফরিদপুরবাসী](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/14/sova_abnews_135096.jpg)
ফরিদপুর, ১৪ এপ্রিল, এবিনিউজ : সকাল ৭টা থেকে শুরু করে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে দিয়ে বাংলা নববর্ষকে বরণ করেছে ফরিদপুরবাসী।
সকাল সাড়ে ৮ টায় জেলা প্রশাসনে আয়োজনে বণার্ঢ্য র্যালি বের করে। র্যালিতে বিভিন্ন সামাজিক সংগঠন থেকে শুরু করে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেয়। পরে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ ক্যাম্পাসে বাংলা বর্ষবরণকে কেন্দ্র করে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়র খন্দকার মোশাররফ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া, জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, পুলিশ সুপার মো. জাকির হোসেন খান, ফরিদপুর পৌর মেয়র শেথ মাহতাব আলী মেথু, ফরিদপুর সদর উপজেলার চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, জেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাড. গুবল চন্দ্র সাহাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাঙালি জাতির জন্য এই বছরটি অত্যন্ত গুরুত্বপূর্ন, কারণ এই বছরের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনতে হবে বাংলা সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের চেতনা বাচিয়ে রাখার জন্য। তিনি উল্লেখ করে বলেন অতীতের বিএনপির-জামায়াত সরকার দেশে মুক্তিযুদ্ধের চেতনা ও বাঙালি সংস্কৃতিকে ভন্ডুল করেছে। সেই সরকার মুক্তিযুদ্ধের চেতন বিশ্বাসী ছিলো না। তাই এখন থেকেই প্রতিটি বাঙালি ঘরে ঘরে বর্তমান সরকারের উন্নয়ন ও মুক্তিযুদ্ধে চেতনা বার্তা পৌছে দিতে হবে। সকলেই ঐক্যবদ্ধ থেকে দেশকে এগিয়ে নেওয়ার কাজে শেখ হাসিনার হাতকে শক্তিশাী করতে হবে।
এদিকে সকালে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ ও ফরিদপুর পলিটেকনিক ইন্সটিটিউট এর আয়োজেন মঙ্গল শোভা যাত্রা বের হয়। শোভাযাত্রায় শিক্ষা-প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা অংশ নেয়।
বিকেল ৫টায় রাজেন্দ্র কলেজ মাঠে অনুষ্ঠিত হবে বাংলার ঐতিহ্য হা ডু ডু ও লাঠি খেলা।
এবিএন/কে. এম. রুবেল/জসিম/এমসি