
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ), ১৪ এপ্রিল, এবিনিউজ : দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে গ্রামীণ ঐতিহ্যকে তুলে ধরে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নতুনবর্ষ ১৪২৫কে বরণ করে নেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে বর্নাঢ়্য মঙ্গল শোভাযাত্রা পৌরসদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা শিল্পকলা একাডেমীর পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।
এতে শুভেচ্ছা জ্ঞাপন করে বক্তব্য প্রদান করেন কিশোরগঞ্জ-২ পাকুন্দিয়া-কটিয়াদী আসনের সংসদ সদস্য এ্যাড. সোহরাব উদ্দিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, উপজেলা নির্বাহী অফিসার অন্নপূর্ণা দেবনাথ।
হাজার বছরের ঐতিহ্যে লালিত বাঙালির প্রাণের উৎসব বর্ষবরণ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, স্কুল কলেজের শিক্ষার্থী বর্ণিল পোষাকে সজ্জিত হয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
গ্রামীণ ঢোল, ঢাক আর বাঁশির সুরের মুর্ছনায় সবার হৃদয়ে বৈশাখের আমেজ। পান্তা- ইলিশ ভর্তা-বাজি আর চিড়ামুড়ি খই দিয়ে পহেলা বৈশাখকে বরণ করেছে পাকুন্দিয়াবাসী।
এবিএন/শরীফ আহম্মেদ/জসিম/এমসি