![শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের বর্ষবরণ উৎসব পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/14/mongol_abnews_24_135103.gif)
শ্রীমঙ্গল,১৪ এপ্রিল, এবিনিউজ : শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরন উৎসব পালন করছে।
এ উপলক্ষে অাজ সকালে এক বর্নাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শ্রীমঙ্গল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয় সংসদের সরকারী প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. অাব্দুস শহীদ এমপি। শোভাযাত্রায় সরকারী কর্মকর্তা- কর্মচারী, স্কুল- কলেজের শিক্ষার্থী, শিশু- কিশোর, শিক্ষক- শিক্ষিকা ও অভিভাবকরা যোগ দেন।
পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের অায়োজন করা হয়। এসো হে বৈশাখ এসো এসো--- এ সংগীতের মাধ্যমে শুরু হয় বর্ষবরণ সংগীতানুষ্ঠান।
অনুষ্ঠানে উপস্হিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান রনধীর কুমার দেব, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা চৌধুরী, ভাইস চেয়ারম্যান প্রেম সাগর হাজরা প্রমুখ।
এবিএন/অাতাউর রহমান কাজল/জসিম/নির্মল