শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

বাংলা নববর্ষ উপলক্ষে হামদর্দের ফ্রি চিকিৎসা ও ওষুধ বিতরণ

বাংলা নববর্ষ উপলক্ষে হামদর্দের ফ্রি চিকিৎসা ও ওষুধ বিতরণ

ঢাকা, ১৪ এপ্রিল, এবিনিউজ : বাংলা নববর্ষ উপলক্ষে আজ শনিবার (১৪ এপ্রিল) হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ-এর উদ্যোগে দেশব্যাপী হামদর্দের সব চিকিৎসা ও বিক্রয়কেন্দ্রে গরিব, দুস্থ ও অসহায় রোগীদের মধ্যে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ এবং হিট স্ট্রোক প্রতিরোধে উৎসবমুখর সব মানুষকে বিনামূল্যে রুহ্ আফজা সেবন করানো হয়।

হামদর্দ প্রধান কার্যালয়ে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ-এর চীফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক এবং হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা ড. হাকীম মোঃ ইউছুফ হারুন ভূঁইয়া।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ-এর পরিচালক অর্থ ও হিসাব মোঃ আনিসুল হক, পরিচালক প্রশাসন অধ্যাপক হাকীম শিরী ফরহাদ, মোতাওয়াল্লী ও পরিচালক মানবসম্পদ উন্নয়ন ডাঃ হাকীম নার্গিস মার্জান, পরিচালক মার্কেটিং ও বিক্রয় হাকীম সাইফ উদ্দিন মুরাদ ভূঁইয়া এবং হামদর্দের কর্মকর্তা, চিকিৎসক ও কর্মচারীরা।

এবিএন/সাদিক/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত