রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
logo

নরসিংদী জেলাজুড়ে বর্ষবরণ

নরসিংদী জেলাজুড়ে বর্ষবরণ

নরসিংদী, ১৪ এপ্রিল, এবিনিউজ : পহেলা বৈশাখে নরসিংদী জেলাবাসী মেতে উঠেছে উৎসব আর আনন্দ আয়োজনে। এ উপলক্ষে নরসিংদী জেলাজুড়ে সরকারি বেসরকারি দপ্তরসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন আয়োজন করেছে নানা অনুষ্ঠানের।

সকাল ১০টায় নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে নরসিংদীর মোসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়াম থেকে বার্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় বর্ষবরণ অনুষ্ঠান। পরে নতুন শিল্পকলা একাডেমি মিলনায়তনের সামনে শুরু হয় গ্রাম-বাংলার আবহমান নানা ঐতিহ্যবাহী অনুষ্ঠান। দিনব্যাপী আয়োজন রয়েছে বাউল গান ও নাটক পরিবেশন, যাত্রাপালাসহ বাংলা সংস্কৃতির ব্যতিক্রমী এ আয়োজন।

এছাড়া প্রতি বছরের ন্যায় এবারও নরসিংদী শহরের ঐতিহ্যবাহী আরশীনগর বটমূলে সামসুদ্দীন আহমেদ এছাক সংগীত একাডেমীর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে সাত দিনব্যাপী বৈশাখী মেলা ও প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান।

জেলা শহরের স্বনামধন্য সাংস্কৃতিক সংগঠনগুলো প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিচ্ছে। সাত দিনব্যাপী বৈশাখী মেলায় বসেছে বিভিন্ন ধরনের দেশীয় পণ্যের স্টল।

এবিএন/সুমন রায়/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত