![ফরিদপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৩](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/14/foridpur_abnews24_135113.jpg)
ফরিদপুর, ১৪ এপ্রিল, এবিনিউজ : ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ জন আহত হয়েছেন। আহতের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন বেলুন বিক্রেতা আজিম তালুকদার (৬৭), তার নাতি হৃদয় সেখ (১৬) ও সম্রাট (১০)। তারা ৩ জনই বেলুন বিক্রয় কাজে নিয়োজিত ছিলেন বলে জানা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বাংলা নববর্ষ উপলক্ষে রাজেন্দ্র কলেজের পক্ষ থেকে মঙ্গল শোভাযাত্রা বের হওয়ার প্রস্তুতি চলছিল। এ সময় ১৫ গজ দূরে বেলুন বিক্রেতার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে গ্যাস বিক্রেতা ও তার দুই সহযোগীসহ মোট ৩ জন আহত হন। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে।
এবিএন/সাদিক/জসিম