শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • আবহমান বাংলার চিত্র ফুটে উঠেছে আখাউড়ার শোভাযাত্রায়

আবহমান বাংলার চিত্র ফুটে উঠেছে আখাউড়ার শোভাযাত্রায়

আবহমান বাংলার চিত্র ফুটে উঠেছে আখাউড়ার শোভাযাত্রায়

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া), ১৪ এপ্রিল, এবিনিউজ: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার সকাল ৮টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী, জনপ্রতিনিধি শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কয়েক হাজার মানুষ স্বত:স্ফূর্তভাবে অংশ নেয়।

উপজেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমি চমকপ্রদ আয়োজনে শোভাযাত্রাটি উৎসবে রূপ নেয়। শোভাযাত্রাকে আকর্ষণীয় করতে তৈরি করা হয় নানা অনুষঙ্গ। বাঁশ-বেত দিয়ে বিশাল আকৃতির একটি রঙিন মাছ তৈরি করা হয়। মাছটি শোভাযাত্রার সৌন্দর্য বাড়িয়ে দেয় অনেকখানি। পৌরমেয়র তাকজিল খলিফা অংশ নেয় নৌকায় চড়ে। হাতে ছিল বৈঠা। বৈঠার তালে তালে নৌকা নৌকা ধ্বনি ভিন্ন মাত্রা যোগ করে। গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য পালকিতে চড়ে বর-কনে বেশে অংশ নেয় ছোট্ট শিশুরা। কারও হাতে ছিল, লাঙল, কারও হাতে কাঁচি, আবার অনেকের হাতে ছিল কলস, কুলা। ছোট্ট সোনামণিদের হাতে শোভা পায় পশু-পাখির মুখ অঙ্কিত নানা রঙের প্লেকার্ড। মাথায় গামছা বেধে একতারা হাতে ভ্যানে চড়ে অংশ নেয় এক শিক্ষার্থী।

নারীদের বেশির ভাগের পড়নে ছিল লাল-সাদা শাড়ি, জামা, খোপায় ফুল, লাল টিপ। পুরুষরা সেজেছিলেন লাল সাদা রঙের টিশার্ট, পাঞ্চাবিতে। কেউ সেজে এসেছিলেন কৃষক, কেউ বা জেলের পোষাকে । শিশুরাও পিছিনে থাকেনি। ‘শুভ নববর্ষ’ লেখা লাল-সাদা-হলুদ নানা রঙের নানা ঢংয়ের পোষাক এসেছিলেন শোভাযাত্রায়। শিশুদের কাকলিত মুখরিত হয়ে উঠে উপজেলা চত্বর। বাদ্যের তালে তালে নেচে গেয়ে হৈ-হুল্লোর করে নববর্ষকে বরণ করে নেয় শোভাযাত্রায় অংশ নেয়া হাজার হাজার মানুষ। এছাড়াও গ্রাম বাংলার আবহমান সংস্কৃতিক বিভিন্ন চিত্র ফুটে উঠে অংশগ্রহণকারীদের নৈপুণ্যে। বর্ষবরণ শোভাযাত্রা উৎসবের আমেজ ছড়িয়ে শহরজুড়ে।

প্রায় এক ঘন্টা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে শোভাযাত্রা শেষ হয়। পরে সেখানে শিল্পকলা একাডেমির প্রথম প্রতিষ্ঠবার্ষিকী উপলক্ষে অতিথিদের নিয়ে কেক কাটেন উপজেলা নির্বাহী অফিসার ও শিল্পকলা একাডেমির সভাপতির মোহাম্মদ শামছুজ্জামান। ইউএনও’র বাসভবনে পান্তা ভাত দিয়ে সকলকে আপ্যায়ন করা হয়।

শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মো. জয়নাল আবেদীন, পৌর মেয়র তাকজিল খলিফা, যুগ্ম আহবায়ক মো. আবুল কাসেম, মো. সেলিম ভূইয়া, মনির হোসেন বাবুল, আখাউড়া থানার ওসি মো. মোশাররফ হোসেন তরফদার, ওসি (তদন্ত) মো. আরিফুল আমিন, মিসেস ইউএনও এড. উম্মে শবনম মোস্তারি, সহকারী কমিশনার (ভূমি) জেসমিন সুলতানা, মহিলা আওয়ামীলীগ সভানেত্রী মঞ্জুয়ারা বেগম, পৌর কাউন্সিলর কাজী লিটন খাদেম, প্রেসক্লাব সভাপতি মো. রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মো. আব্দুল হান্নান ভূইয়া,

যুবলীগ নেতা আব্দুল মমিন বাবুল, সহকারী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. সেকের মিয়া, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শরীফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কাজী মো. তারেক, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি একাংশ সভাপতি মো. মাহতাব মিয়া ও মৌসুমী আক্তার, শিক্ষক কাজী সাফিয়া খাতুন প্রমুখ।

এবিএন/হান্নান খাদেম/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত