শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • চিলমারীতে নানা কর্মসূচীতে বাংলা নববর্ষ উদযাপন

চিলমারীতে নানা কর্মসূচীতে বাংলা নববর্ষ উদযাপন

চিলমারীতে নানা কর্মসূচীতে বাংলা নববর্ষ উদযাপন

চিলমারী (কুড়িগ্রাম), ১৪ এপ্রিল, এবিনিউজ: আজ শনিবার কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচীর মধ্য দিয়ে বাংলা নববর্ষ-১৪২৫ উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষ্যে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়কগুলি প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

শোভাযাত্রায় উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম, উপজেলা নির্বাহী অফিসার মির্জা মুরাদ হাসান বেগ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা বেগম জেলী, অধ্যক্ষ জাকির হোসেন, হিসাব রক্ষন অফিসার আ. হান্নান মল্লিক, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার, ওসি তদন্ত রাজু সরকার, চিলমারী প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম সাবু, প্রেসক্লাব সভাপতি গোলাম মাহবুবসহ ছাত্র-শিক্ষক, সাংবাদিক ও সর্বস্তরের জনসাধারন অংশ গ্রহণ করে।

শোভাযাত্রা শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে হরেক রকম বাহারী ভর্তার সমন্বয়ে শতাধিক মানুষের পান্তা ভোজন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে মুক্ত মঞ্চে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এবিএন/গোলাম মাহবুব/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত