![নানা আয়োজনে চট্টগ্রামে বাংলা নববর্ষ উদযাপিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/14/abnews-24.bbbb_135129.jpg)
চট্টগ্রাম, ১৪ এপ্রিল, এবিনিউজ: সবার যোগে জয়যুক্ত হোক স্লোাগানে চট্টগ্রামে চলছে বর্ষবরণ অনুষ্ঠান। সূর্যদ্বয়ের সঙ্গে সঙ্গে নগরীর ডিসি হিল আর সিরিষতলায় শুরু হয়েছে বর্ষবরণের নানা আয়োজন। আজ সকাল ৬ টা ১৫ মিনিটে ডিসি হিলে সাংস্কৃতিক সংগঠন রক্তকরবীর শিল্পীরা এসো হে বৈশাখ এসো এসো গানের মাধ্যমে বৈশাখকে বরণ করে নেন।
এরপর বাঙ্গালীর চিরায়ত লোকজ সংস্কৃতির নানান অনুসঙ্গ নিয়ে পর্যায়ক্রমে অন্যরাও অংশ নেন বর্ষবরণের আয়োজনে। একই সময় সিরিষতলায়ও শুরু হয় বৈশাখ বরণের আয়োজন। বিকেল ৪ টায় এখানেই অনুষ্ঠিত হবে শাহাবুদ্দিনের বলী খেলা।
সকাল ১০ টায় সার্কিট হাউস থেকে জেলা প্রশাসন ও ১১ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে বের হয় মঙ্গল শোভাযাত্রা। বর্ষবরণ উৎসবকে ঘিরে তিন স্থরের নিরাপত্তা নিশ্চিত করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। মূল ফটকের আগে আর্চওয়ে, ভেতরে ওয়াচ টাওয়ার বসানো হয়েছে। পোশাক পরা নারী ও পুলিশ সদস্যের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ, গোয়েন্দা পুলিশ ও র্যাব সদস্যরা দায়িত্ব পালন করছেন।
এবিএন/রাজীব সেন/জসিম/তোহা