![পাঁচবিবিতে বর্ষবরণ উৎসব পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/14/abnews-24.bbbb_135130.jpg)
পাঁচবিবি (জয়পুরহাট), ১৪ এপ্রিল, এবিনিউজ: জয়পুরহাটের পাঁচবিবিতে নানা বর্নাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে ১লা বৈশাখ ১৪২৫ বাংলা বর্ষ বরণ উৎসব উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষ্যে পাঁচবিবি বর্ষবরণ উদ্যাপন পরিষদে উদ্যোগে আজ শনিবার সকাল সাড়ে ৮ টায় মঙ্গল শোভাযাত্রায় নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল আলম।
পরে শোভাযাত্রাটি স্টেডিয়াম থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এতে বিভিন্ন সামাজিক সংগঠন অংশ গ্রহণ করে। সকালে উপজেলা মিলনায়তনে পান্তা ভাত, শিশুদের চিত্রাঙ্কন, আবৃত্তি প্রতিযোগিতা ও বিকেল ৩ টায় স্টেডিমা মাঠে বৈশাখী মেলার আয়োজন করেন উপজেলা প্রশাসন। মেলায় লাঠি খেলা, পাতা খেলা, হা-ডু-ডু খেলা, চরক খেলা, নাগরদোলাসহ বিভিন্ন বিনোদনের ব্যবস্থা ছিল।
এবিএন/সজল কুমার দাস/জসিম/তোহা