![উলিপুরে পহেলা বৈশাখ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/14/abnews-24.bbbbb_135131.jpg)
উলিপুর (কুড়িগ্রাম), ১৪ এপ্রিল, এবিনিউজ: কুড়িগ্রামের উলিপুরে পহেলা বৈশাখ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ শনিবার সকাল ৯টার সময় উপজেলা প্রশাসনের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজ মাঠে গিয়ে শেষ হয়। সেখানে দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করা হয়।
পরে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মর্তুজা আল মুঈদ, অফিসার ইনচার্জ এসকে আব্দুল্লাহ আল সাইদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতি শিউলী, সাধারণ সম্পাদক গোলাম হোসেন মন্টু, অধ্যক্ষ আব্দুল কাদের, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক প্রভাষক সম আল মামুন প্রমূখ।
এবিএন/আব্দুল মালেক/জসিম/তোহা