![কালিহাতীতে বর্ণিল আয়োজনে মঙ্গল শোভাযাত্রা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/14/abnews-24.bbbbbb_135132.jpg)
টাঙ্গাইল, ১৪ এপ্রিল, এবিনিউজ: টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে বর্ণিল আয়োজনে উপজেলা প্রশাসন উপজেলা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে আজ শনিবার সকাল ৯টায় একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ওই বিদ্যালয় মাঠে সকল শ্রেণি পেশার লোকজন নিয়ে পান্তা ভোজ অনুষ্ঠিত হয়।
র্যালিতে অংশ নেন, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের এমপি সোহেল হাজারী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার, জেলা পরিষদের সদস্য ও কেন্দ্রিয় আওয়ামীলীগের কৃষি ও সমবায় উপ কমিটির সদস্য এবং উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জি. লিয়াকত আলী, সাধারণ সম্পাদক আনছার আলী বিকম, সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম,
উপজেলা সহকারী (ভুমি) কমিশনার নাফিসা আক্তার, কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন, যুবলীগের সভাপতি নুরুন্নবী সরকারসহ বিভিন্ন স্কুল,কলেজ ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানরা র্যালিতে অংশগ্রহণ করেন। র্যালী শেষে কালিহাতী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার মোছাম্মৎ শাহীনা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে বাংলার নববর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এবিএন/তারেক আহমেদ/জসিম/তোহা