সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
logo
  • হোম
  • সারাদেশ
  • শিবগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক আহত, আটক ২

শিবগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক আহত, আটক ২

শিবগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক আহত, আটক ২

শিবগঞ্জ (বগুড়া), ১৪ এপ্রিল, এবিনিউজ: বগুড়ার শিবগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে জাহিদ হাসান নামের এক যুবক আহত হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলার আটমূল ইউনিয়নের সোনাদেউল কাজীপাড়া গ্রামে এঘটনা ঘটে।আহত জাহিদ ওই এলাকার মিনা পারভিনের ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার সকাল ৬ঘটিকায় হাটার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় জাহিদ। আনুমানিক ৬.৩০ ঘটিকার সময় বাড়ি আসার পথে একই গ্রামের আনছার আলীর বাড়ির সামনে গেলে পূর্ব শত্রুতার জের ধরে ওৎ পেতে থাকা আনছার আলীর ছেলে সোহাগ মিয়া(২৫)সহ ৩-৪জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রেসস্ত্রে সর্জ্জিত হয়ে হত্যার উদ্দেশ্যে জাহিদ হাসানকে এলোপাতাড়িভাবে শরীরে বিভিন্ন জায়গায় আঘাত করে। এমতাবস্থায় জাহিদ হাসান মাটিতে পড়ে গিয়ে চিৎকার করতে থাকলে চিৎকার শুনে আশাপাশের লোকজন এগিয়ে আসলে সোহাগ ও তার সহযোগীরা পালিয়ে যায়।

এলাকাবাসি এসে জাহিদ হাসানকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে সিএনজিযোগে তাকে মূমূর্ষু অবস্থায় উদ্ধার করে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এব্যাপারে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার দেলোয়ার হোসেন বলেন, জাহিদ হাসানের নিচ পেটে ধারালো ছুরিদ্বারা এবং মাথায় ও ডানহাতে লাঠিদ্বারা জখম করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

আজ শনিবার এ বিষয়ে আহতের মা বলেন, সোহাগ মিয়া মোছলেমা বেগম ও শিমুল গংরা আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে। আমি থানায় অভিযোগ দায়ের করেছি। আমি আমার ছেলের হামলার বিচার চাই। এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহামুদ খান বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনার সাথে জড়িত ২জনকে গ্রেফতার করা হয়েছে এবং এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

এবিএন/খালিদ হাসান/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত