বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

ইবিতে বৈশাখী উৎসব শুরু

ইবিতে বৈশাখী উৎসব শুরু

ইবি (কুষ্টিয়া), ১৪ এপ্রিল, এবিনিউজ: বাংলা নববর্ষ- ১৪২৫ উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৩দিনব্যাপী বর্ণাঢ্য বৈশাখী উৎসব শুরু হয়েছে। আজ শনিবার সকাল ১০টায় মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে এই উৎসবের উদ্ভোধন করেন উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী।

শোভাযাত্রাটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানস্থল ‘বাংলা মঞ্চে’ এসে শেষ হয়। এসময় উপাচার্য ড. রাশিদ আসকারী ৩দিনব্যাপী বৈশাখী ও বিজ্ঞান মেলাসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যাক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা প্রমূখ।ইবিতে বৈশাখী উৎসব শুরু

উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘১লা বৈশাখ হচ্ছে বাঙালী সংস্কৃতির প্রাণের উৎসব, যেখানে নেই কোন ভেদাভেদ ও বিভাজন। সমাজ ও সভ্যতার বিনাশ সৃষ্টিকারী অপসংস্কৃতির কারণে যেন আমাদের দেশীয় সংস্কৃতির চরম ক্ষতি সাধন না হয় সেদিকে আমাদের সকলকেই খেয়াল রাখতে হবে।’

আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. বাকী বিল্লাহ বিকুল ও সহকারী অধ্যাপক তিয়াশা চাকমা। উল্লেখ্য, ৩দিনব্যাপি কর্মসূচিতে বিভিন্ন বিভাগ, আবাসিক হল, ও সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে।

একইসাথে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত বৈশাখী ও বিজ্ঞান মেলা চলবে। এছাড়া অনুষ্ঠানের শেষদিন দুপুরে ক্যাম্পাসস্থ ফুটবল মাঠে আকর্ষণীয় লাঠি খেলা অনুষ্ঠিত হবে। এবারের বৈশাখী ও বিজ্ঞান মেলায় ৩ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ স্টল ও প্রজেক্ট নির্মাতাদের জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এবিএন/অনি আতিকুর রহমান/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত