![দুর্গাপুরে বাংলা নববর্ষ ১৪২৫ উদযাপন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/14/abnews-24.bbbbbbbbbbbbb_135138.jpg)
দুর্গাপুর (নেত্রকোনা), ১৪ এপ্রিল, এবিনিউজ: নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে দিন ব্যাপী বৈশাখী মেলা ও ইলিশপান্তা উৎসবের মধ্যদিয়ে বাংলা নববর্ষ- ১৪২৫ উদযাপন করা হয়।
দিবসের মধ্যে ছিল সর্বস্তরের অংশগ্রহনে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, অসা¤প্রদায়িক চেতনায় বাঙ্গালী ঐতিহ্য সংস্কৃতিকে ধারন করে দেশের বিরুদ্ধে যড়যন্ত্রকারীদের রুখে দেয়ার প্রতিজ্ঞায় বাংলা নববর্ষ উদযাপন কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রশীদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,
উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক খান, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মেয়র হাজী মাওঃ আব্দুস সালাম, ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আলাউদ্দিন আল আজাদ, সহসভাপতি মোঃ আলী আজগর, সাধারন সম্পাদক মোঃ সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক, ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান আকন্দ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন চুন্নু, ডেপুটি কমান্ডার সোহরাব হোসেন তালুকদার, যুবলীগ সভাপতি মো. আ. হান্নান প্রমুখ।
আলোচনা শেষে উপজেলা শিল্পকলা একাডেমি সহ অন্যান্য সাংস্কৃতিক সংঘের অংশগ্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ ছাড়া চন্ডিগড় উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পৃথক পৃথক অনুষ্ঠান, দুর্গাপুর সদর ইউনিয়ন পরিষদ আয়োজিত দেবথৈল খেলার মাঠে তিনদিন ব্যাপী বৈশাখী মেলার আয়োজন সহ গ্রামীণ খেলা ধুলার আয়োজন করা হয়েছে।
এবিএন/তোবারক হোসেন খোকন/জসিম/তোহা