![দুর্গাপুরে ঋষি সম্প্রদায়ের চড়ক পূঁজা অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/14/abnews-24.bbbbbbbbbbbbbb_135139.jpg)
দুর্গাপুর (নেত্রকোনা), ১৪ এপ্রিল, এবিনিউজ: জেলার দুর্গাপুর পৌর শহরে স্থানীয় দশভুজা বাড়ি মন্দির প্রাঙ্গনে ঋষি সম্প্রদায়ের চৈত্র সংক্রান্তি উপলক্ষে প্রতি বছরের ন্যায় এ বারও চড়ক পূঁজা অনুষ্ঠিত হয়েছে।
চড়ক পূঁজা উপলক্ষে ঋষি সম্প্রদায়ের লোকজন হর-পার্বতী সহ বিভিন্ন দেবতার সাজে প্রায় ১৫ দিন আগ থেকে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে গিয়ে বাদ্য বাজিয়ে ধর্মীয় নৃত্য ও গান পরিবেশন করে চড়ক পূঁজার প্রচার করে থাকে। ঋষি সম্প্রদায়ের দেবর্ষী শচীন্দ্র ঋষি ও সন্যাসী হরিমহন ঋষি জানান, এই চড়ক পূঁজার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। চড়ক পূঁজা দেখতে নেএকোনা জেলা শহর সহ বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার দর্শনার্থীরা ভিড় জমায়।
এবিএন/তোবারক হোসেন খোকন/জসিম/তোহা