![ভোলা যুব রেড ক্রিসেন্ট এর উদ্যোগে বর্ষবরণ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/14/abnews-24.bbbbbbbbbbbbbbb_135140.jpg)
ভোলা, ১৪ এপ্রিল, এবিনিউজ: বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ‘ভোলা ইউনিট এর যুব রেড ক্রিসেন্ট’ সদস্যরা। আজ শনিবার সকালে তারা জেলা প্রশাসন এর আয়োজনে একটি মঙ্গল শোভাযাত্রার অংশ নেয়। পরে ভোলা ইউনিট অফিসে আলোচনা সভা, পান্তাভোজ, নববর্ষের গান, নৃত্যানুষ্ঠান সহ নানা আয়োজনে বাংলা নববর্ষকে বরন করে নেয়।
এসময় উপস্থিত ছিলেন- ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী মো: আজিজুল ইসলাম,নির্বাহী সদস্য মো: ফেরদৌউস আহমেদ ও চেম্বার অব কর্মাস এর পরিচালক মো: শফিকুল ইসলাম প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন-যুব প্রধান আদিল হোসেন তপু তালুকদার, উপ-প্রধান মো: আনোয়ার হোসেন, রাবিদ,মিশুক, মো: সাদ্দাম হোসেন ,নোমান,খাদিজা মিম, গোপাল চন্দ্র দে প্রমুখ।
এবিএন/আদিল হোসেন তপু/জসিম/তোহা