![গফরগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/14/abnews-24.bbbbbbbbbbbbbbbb_135141.jpg)
গফরগাঁও (ময়মনসিংহ), ১৪ এপ্রিল, এবিনিউজ: ময়মনসিংহের গফরগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ পালিত হয়েছে। উপজেলা প্রশাসনর ও শিল্পকলা একাডেমির উদ্যোগে আজ শনিবার সকাল সাড়ে ৮টায় উপজেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গন থেকে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গো-হাটা বটতলা বৈশাখী মঞ্চে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় অংশগ্রাহন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, পৌর মেয়র এসএম ইকবাল হোসেন সুমন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাঃ শামীম রহমান, সিনিয়র সহকারি কমিশনার (ভূমি) আশরাফ সিদ্দিক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার, গফরগাঁও থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ খান, ইউপি চেয়ারম্যান নাজমুল হক ঢালী, উপজেলা মৎস কর্মকর্তা জহিরুল ইসলাম আকন্দ, ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূরুল ইসলাম,
ইসলামিয়া সরকারি হাইস্কুলের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) নূরুল ইসলাম শিকদার, খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক একেএম মফিজুল হক, রুস্তম আলী গোলন্দাজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদির প্রমুখ। মঙ্গল শোভাযাত্রায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ,সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ সব শ্রেনী পেশার মানুষ অংশ নেয়। বৈশাখী মঞ্চকে কেন্দ্র করে বটতলা গো-হাটা মাঠে তিনদিনব্যাপী বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এবিএন/নাজমুল হক বিপ্লব/জসিম/তোহা