![গফরগাঁওয়ের আন্তজেলা ডাকাত সর্দারসহ গ্রেপ্তার ২](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/14/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_135146.jpg)
গফরগাঁও (ময়মনসিংহ), ১৪ এপ্রিল, এবিনিউজ: ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানা পুলিশ আন্তজেলা ডাকাত সর্দার মুনসুর মৃধা (৩২) ও তার সহযোগী দিদারুল আলম গ্রেপ্তার করেছে। এ সময় তাদের দেহ তল্লাসী করে ৪০পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। আজ শনিবার সকালে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে ময়মনসিংহ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পাগলা থানা সূত্রে জানা যায়, পাগলা থানা পুলিশ গত শুক্রবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাবুরাইল গ্রামের কালাম মৃধার ছেলে আন্তজেলা ডাকাত সর্দার মুনসুর মৃধাকে তার সহযোগী পাগলা টেকপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে দিদারুল আলম(৩৫)সহ আমাতের টেক গ্রাম থেকে গ্রেপ্তার করে।
এ সময় তাদের দেহ তল্লাসী করে ৪০পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। ডাকাত সর্দার মুনসুর মৃধার বিরুদ্ধে পাগলা ও কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানায় হত্যা ও ডাকাতিসহ একাদিক মামলা রয়েছে।
পাগলা থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ বলেন, গ্রেপ্তারকৃত দুই জনের মধ্যে মুনসুর মৃধা আন্তজেলার দুর্ধর্ষ ডাকাত সর্দার। মুনসুরের বিরুদ্ধে পাগলা ও পাকুন্দিয়া থানায় হত্যা ও ডাকাতির মামলা রয়েছে।
এবিএন/নাজমুল হক বিপ্লব/জসিম/তোহা