শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

বানিয়াচংয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫

বানিয়াচংয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫

হবিগঞ্জ, ১৪ এপ্রিল, এবিনিউজ: ধান কাটা নিয়ে দু’পক্ষের লোকের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। গুরুতর আহত ৫ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ দুপুরে বানিয়াচং উপজেলার সুনামপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায় জমির ধান কাটা নিয়ে বানিয়াচং উপজেলার সুনামপুর গ্রামে শের আলীর সাথে আব্দুন নুর মিয়ার কথাকাটাটি হয়। এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। উভয় পক্ষ দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এদের মধ্যে হামিদ মিয়া (৫০), কালাই মিয়া (৩০),হামিদ মিয়া (৫০),নিপুন (২৫) ও শের আলী (৪০) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

এবিএন/নুরুজ্জামান ভূইয়া/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত