বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

বর্ণিল আয়োজনে ফুলবাড়ীয়ায় বর্ষবরণ উদযাপন

বর্ণিল আয়োজনে ফুলবাড়ীয়ায় বর্ষবরণ উদযাপন

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ), ১৪ এপ্রিল, এবিনিউজ: দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে গ্রামীণ ঐতিহ্যকে তুলে ধরে ময়মনসিরংহ ফুলবাড়ীয়া উপজেলায় বর্ণিল আয়োজনে নতুনবর্ষ ১৪২৫কে বরণ করে নেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে শুভেচ্ছা জ্ঞাপন করে বক্তব্য প্রদান করেন ময়মনসিংহ -৬ ফুলবাড়ীয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মোসলেম উদ্দিন এ্যাডভোকেট, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট আজিজুর রহমান,

উপজেলা নির্বাহী অফিসার লীরা তরফদার, অফিসার ইনচার্জ শেখ করিরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট ইমদাদুল হক সেলিম সাবেক ছাত্রলীগ সভাপতি মো. হারুন অর রশিদ প্রমূখ। হাজার বছরের ঐতিহ্যে লালিত বাঙালির প্রাণের উৎসব ১ লা বৈশাখ বর্ষবরণ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, স্কুল কলেজের শিক্ষার্থী বর্ণিল পোষাকে সজ্জিত হয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

গ্রামীণ ঢোল, ঢাক আর বাঁশির সুরের মুর্ছনায় সবার হৃদয়ে বৈশাখের আমেজ। পান্তা- ইলিশ ভর্তা-বাজি দিয়ে বাংলা নববর্ষকে বরন করে নেয় ফুলবাড়ীয়াবাসী।

এবিএন/হাফিজুল ইসলাম স্বপন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত