শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

ডোমারে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

ডোমারে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

নীলফামারী, ১৪ এপ্রিল, এবিনিউজ: নীলফামারীর ডোমারে বিদ্যুৎ স্পৃষ্টে আছিয়া বেগম (৬০) ও জয়দেব চন্দ্র রায় (২৫) নামে দুই জনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকালে মটুকপুরে ও সন্ধায় বোড়াগাড়ীর বটতলী নামকস্থানে ঘটনা দুইটি ঘটে।

স্থানীয়রা জানায়,শুক্রবার বিকালে উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের সিট মটুকপুর ৫ নং ওয়ার্ডের মৃত হাচিমুদ্দিনের স্ত্রী আছিয়া বেগম বাড়ীর পার্শ্বে গরু ও ছাগলের জন্য ঘাঁস কাটতে গেলে প্রতিবেশী হাজীর উদ্দিনের ছেলে মশিয়ার রহমানের পরিত্যাক্ত সেচ পাম্পের বিদ্যুৎতের তার খোলা অবস্থায় পরে ছিল। সেই তারের সাথে জড়িয়ে বিদ্যুতস্পুষ্টে আছিয়া বেগমের ঘটনাস্থলেই মৃত্যু ঘটে। অপর দিকে শুক্রবার সন্ধায় বোড়াগাড়ী ইউনিয়নের পশ্চিম বোড়াগাড়ী বটতলী গ্রামের ৮নং ওয়ার্ডের জগদিশ চন্দ্র রায়ের ছেলে জয়দেব চন্দ্র রায় (২৫) নিজ বাড়ীতে ডিসের লাইনের তারে জড়িয়ে মৃত্যু বরণ করে।

এসময় জয়দেবের বোন রঞ্জিতা রাণী ভাইকে বাঁচাতে গেলে সেও বিদ্যুৎ স্পৃষ্ট হয়। তাকে আহত অবস্থায় উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। স্থানীয়রা জানায়,জয়দেবের বাড়ীর টিভির ডিসের লাইনে কারেন্ট শক করছে বলে তার বোন তাকে জানিয়েছিল। সে হাত দিয়ে ডিসের কট ধরলে সেখানে কারেন্ট না থাকায় সে খালিপায়ে ডিসের লাইনের কট ঠিক করতে গেলে সেখানে সে বিদ্যুতস্পৃষ্টে মারা যায়।

তার মৃত্যুতে এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে। ডোমার থানার অফিসার ইনচার্জ মোকছেদ আলী বিদ্যুতস্পৃষ্টে দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, কোন অভিযোগ না থাকায় দুই পরিবার কে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

এবিএন/আব্দুল্লাহ আল মামুন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত