বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

কুবিতে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত

কুবিতে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত

কুবি (কুমিল্লা), ১৪ এপ্রিল, এবিনিউজ: ককসিটে ঘোড়ার ছবি, বাঘের মুখোশ, সমৃদ্ধির প্রতীক হাতি ও টেপাপুতুল, আল্পনা, দেয়ালিকা, পান্তা ভাত-মাছ, মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বনার্ঢ্য আয়োজনের মধ্যে দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নববর্ষ উদযাপিত হয়েছে।

আজ শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মঙ্গল শোভাযাত্রা শুরুর মাধ্যমে শুরু হয় নববর্ষউদযাপনের কার্যক্রম। বিশ্ববিদ্যালয়ের মূল ফটক দিয়ে শোভাযাত্রটি বের হয়ে বিশ্ববিদ্যালয় সংলগ্নময়নামতি যাদুঘর, শালবন বিহার হয়ে বৈশাখী চত্ত্বরে এসে শেষ হয়।

শোভাযাত্রাটির নেতৃত্ত্ব দেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চেীধুরী।বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ সবাইকে নিয়ে শোভাযাত্রার সামনে পেছনে ঢাকের তালে তালে চলে বাঁশি আর নৃত্য। কারও হাতে ছিল বাহারি রঙের মুখোশ।শোভাযাত্রার পর তিনি বিশ্ববিদ্যালয়ের ভলিবল মাঠে লোকজ খেলাধুলার অনুষ্ঠান উদ্বোধন করেন।

উপাচার্য বৈশাখী চত্ত্বরে বিভিন্ন বিভাগ ও সাংস্কৃতিক সংগঠনের স্টল গুলো ঘুরে দেখেন। এরপর বিভিন্ন বিভাগের শিক্ষকদের নিয়ে বাংলা বিভাগে যান এবং সেখানে বাংলা বিভাগের দেয়ালিকার মোরক উন্মোচন করেন ও পান্তা ভাত- মাছ খাওয়ায় যোগ দেন।

দুপুর ২টা থেকে বৈশাখী চত্ত্বরে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন অনুপ্রাস কণ্ঠ চর্চা কেন্দ্র, প্রতিবর্তন, প্লাটফর্ম, থিয়েটার সহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

এবিএন/নাহিদ ইকবাল/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত