![বোয়ালখালীতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/14/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_135160.jpg)
বোয়ালখালী (চট্টগ্রাম), ১৪ এপ্রিল, এবিনিউজ: বোয়ালখালীতে পুকুরের পানিতে ডুবে মো. বায়তুল্লাহ (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেলে উপজেলার পোপদিয়া ইউনিয়নের আকুবদন্ডী গ্রামে এ ঘটনা ঘটে।
বায়তুল্লাহ’র মামা কামাল হোসেন জানান, ঢাকার জামালপুরের বাসিন্দা মো.আলীর ছেলে বায়তুল্লাহ। তারা বোয়ালখালী উপজেলার আকুবদন্ডী গ্রামে ওরস উপলক্ষে গত দুইদিন আগে বেড়াতে এসেছিল। শনিবার বিকেলে খেলতে খেলতে পুকুরে পড়ে গিয়েছিল বায়তুল্লাহ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. ইফরান বলেন, বিকেল ৫টার সময় নিথর বায়তুল্লাহকে হাসপাতালে আনা হলে মৃত ঘোষণা করা হয়।
এবিএন/রাজু দে/জসিম/তোহা