বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • লক্ষ্মীপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বর্ষবরণ উদযাপন

লক্ষ্মীপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বর্ষবরণ উদযাপন

লক্ষ্মীপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বর্ষবরণ উদযাপন

লক্ষ্মীপুর, ১৪ এপ্রিল, এবিনিউজ : বাংলা নববর্ষ পহেলা বৈশাখ বাঙ্গালীর প্রানের উৎসব লক্ষ্মীপুরে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ (বাংলা ১৪২৫) উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে শনিবার সকালে জেলা প্রশাসনের উদ্দ্যেগে জেলা কারেক্টরেট প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা স্টেডিয়াম মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পান্তা উৎসবের মধ্য দিয়ে জেলা বাসী বর্ষবরণ পালন করেন। র‌্যালিতে বাঙ্গালীর ঐতিহ্যবাহী গরুরগাড়ী, হাতি, পালকী, জেলে ও কামার-কুমার সস্প্রদায়সহ দেশীয় সংস্কৃতির বিভিন্ন দিক শোভা পায়।

পরে জেলা স্টেডিয়াম মাঠে আলোচনা সভা ও বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল এমপি।

এসময় মন্ত্রী সকলের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানান এবং প্রধানমন্ত্রীর জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।

জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পালের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক বেগম ফরিদুন নাহার লাইলী, পুলিশ সুপার আ.স.ম মাহতাব উদ্দিন, সিভিল সার্জন ডা: মোস্তফা খালেদ আহমদ, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠান, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়নসহ জেলার বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।

বর্ষবরণ অনুষ্ঠানে মন্ত্রীর ব্যক্তিগত আর্থিক সহযোগীতায় প্রায় ৭ হাজার লোকের জন্য পান্তা, রুই মাছ, বর্তা ও মিষ্টির খাওয়ার আয়োজন করা হয়।

এবিএন/আবীর আকাশ/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত