![পলাশবাড়ীতে যাত্রীবাহী বাস উল্টে আহত ২০](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/14/accident_abnews_135166.jpg)
গাইবান্ধা, ১৪ এপ্রিল, এবিনিউজ : গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাস উল্টে কমপক্ষে ২০ জন যাত্রী আহত হয়েছে।
প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ শনিবার বিকেলে রাজশাহী থেকে রংপুরগামী রাজকীয় পরিবহনের একটি যাত্রীবাহী বাস রংপুর-বগুড়া মহাসড়কের পলাশবাড়ী বন্দরের অদূরে ড্রিমল্যান্ড এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি খাদে পড়ে উল্টে যায়।
এ ঘটনায় কমপক্ষে ২০ জন যাত্রী আহত হয়। স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস ও গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আহতদের মধ্যে মিঠাপুকুর উপজেলার আফসার (৭০), লালমনিহাট সদরের রাজ্জাকুল (৪০), খোদাগারী উপজেলার রায়হান (৩৫) ও তার স্ত্রী নাসিমা (২৫), মানিকগঞ্জের দৌলতপুরের আসমা বেগম (৩০), কাউনিয়ার সেলিনা বেগম (৩৫), মতিউর (৪০) কাহালু উপজেলার সুজন কুমার (২৫) ও রাজশাহীর চারঘাটের হাসিবুর রহমান (২৫)।
খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. আরিফ হোসেন ও থানা অফিসার ইনচার্জ মাহমুদুল আলম দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন।
এবিএন/আরিফ উদ্দিন/জসিম/এমসি