![বিজয়নগরে বিদ্যালয়ে ভাংচুর: সাংবাদিকের উপর হামলা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/15/brammonbaria@abnews_135184.jpg)
বিজয়নগর, ১৫ এপ্রিল, এবিনিউজ: ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগর উপজেলার নিদারাবাদ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে ব্যাপক ভাংচুর করা হয়েছে। অপর দিকে দৈনিক ভোরের ডাক পত্রিকার বিজয়নগর সংবাদদাতা এস এম জহিরুল আলম চৌধুরী (টিপু)র উপর হামলা চালানো হয়।
জানা যায়, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের উত্তর পাশে হরষপুর মির্জাপুর সড়কের দক্ষিণপাশে বিদ্যালয়ের মেইন গেইট সংলগ্ন অবৈধ ভাবে সিএনজি স্ট্যান্ড দখল করে আসছে। বিদ্যালয়ের পুরাতন ভবন সংলগ্ন একটি অস্থায়ী মার্কেট নির্মাণ করতে গেলে সিএনজি স্ট্যান্ডের পক্ষ থেকে বাধা দেওয়া হয়। পর পর দুইটি স্থানীয় শালিশ সভা হয়।
শনিবার বিকালে স্থানীয় সরদার মাতাব্বরগণ নিয়ে এক শালিশ সভা শেষে উভয় পক্ষের মতামতের ভিত্তিতে একটি রায় প্রদান করেন শালিশ কারকরা।
রায়ের পরে হঠাৎ করে সিএনজির শ্রমিকরা উত্তেজিত হয়ে বিদ্যালয়ে হামলা করে। এতে করে বিদ্যালয়ের অফিস কক্ষ তছনছ , মেইন গেইট এবং সীমানা প্রাচীর ভাংচুর করে । যখন সিএনজি শ্রমিকরা উত্তেজিত হয়ে সন্ত্রাসী ভাবে ভাংচুর চালায় এমন সময় সাংবাদিক এস এম জহিরুল আলম চৌধুরী (টিপু) ছবি উঠাতে গেলে তার উপর হামলা চালাতে চেষ্ঠা করেন তারা। এমন সময় সাংবাদিক এস এম জহিরুল আলম চৌধুরী (টিপু)ও উপর হামলার ফেরাতে যায় তার বড় ভাই ব্রাহ্মণবাড়িয়া জজ কোর্টের আইনজীবি সহকারী নাজমুল আলম চৌধুরী (নজরুল)। তখন তাকে ব্যাপক মারধর করেন সিএনজি শ্রমিকরা। পকেটে নগদ টাকা এবং স্যামসাং একটি ক্যামেরা মোবাইল ফোন ছিনিয়ে নেন তারা।
ঘটনার পর বিজয়নগর থানার পুলিশ ঘটনার স্থল পরিদর্শ করেন।
এবিএন/ এস এম জহিরুল আলম চৌধুরী(টিপু)/জসিম/নির্ঝর