
ঢাকা, ১৫ এপ্রিল, এবিনিউজ : ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি এম এ লিঙ্কন মোল্লা ও সাধারন সম্পাদক সাব্বির আহম্মেদ বাংলা নববর্ষ ১৪২৫ উপলক্ষে এক যুক্তবিবৃতিতে, দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, বাঙ্গালির জীবনে সবচেয়ে আনন্দের এবং মহিমাম্বিত দিন পহেলা বৈশাখ । নব আলোর কিরণশিখায় রঞ্জিত করে নবরূপে সাজিয়ে যাবে সকল বাঙ্গালীর হৃদয়কোণ,প্রজ্বলিত হয়ে শুরু হবে আগামী দিনের পথচলা।
নেতৃদ্বয়, ডেনমার্ক আওয়ামী পরিবারের পক্ষ থেকে দেশ-বিদেশে সকল দেশবাসীকে, শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানান এবং বাংলা নববর্ষে প্রত্যাশা জানিয়ে বলেন, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অব্যাহতভাবে দেশ এগিয়ে যাবে আলোর পথে ।
নেতৃদ্বয়, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাসহ দেশের সকলের জন্য মঙ্গল কামনা করেন ।
এবিএন/জসিম/নির্ঝর