শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

ডিমলায় বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত

ডিমলায় বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত

ডিমলা, ১৫ এপ্রিল, এবিনিউজ : সারা দেশের ন্যায় ডিমলা উপজেলায় ব্যাপক আনন্দ উদ্দিপনা ও নানাবিধ আয়োজনের মধ্য দিয়ে বাংলা বাঙ্গালীর ঐতিহ্য শুভনববর্ষ পহেলা বৈশাখ উদযাপন করা হয়।

এ উপলক্ষ্যে ডিমলা উপজেলা প্রশাসনের আয়োজন এবং আরডিআরএস বাংলাদেশের সহযোগিতায় একটি বিশাল বর্ণাঢ্য র‌্যালী ও নীলফামারী-১ এর সংসদ বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিনের নেতৃত্বে শহর প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্তরে একটি সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে সমাপ্ত হয়।

ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ নাজমুন নাহারের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন- সংসদ নীলফামারী-১। বক্তব্য রাখেন- মোঃ শহিদুল ইসলাম (ভারপ্রাপ্ত সম্পাদক) আওয়ামীলীগ ডিমলা, মোঃ আবুল কাসেম সরকার, চেয়ারম্যান-ডিমলা সদর ইউ.পি, মোঃ জহুরুল ইসলাম ভূঁইয়া, দপ্তর সম্পাদক, আওয়ামী লীগ, ডিমলা, মোঃ মোখলেছুর রহমান, অধ্যক্ষ ডিমলা মহিলা মহাবিদ্যালয়, মোঃ আব্দুল কাদের, অধ্যক্ষ, ডিমলা বি.এম আই কলেজ, মোঃ লুৎফর রহমান, প্রধান শিক্ষক, ডিমলা উচ্চ বিদ্যালয় ও মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দিকা।

নববর্ষ উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্ত্বরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, জেলা পরিষদ স্কুল এ্যান্ড কলেজ, ডিমলা সিটি স্কুল এন্ড কলেজ, ডিমলা ইসলামিয়া ডিগ্রী মহাবিদ্যালয় সহ ডিমলা বি.এম আই কলেজ সাতটি স্টল, লাঠি খেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তরা বাঙ্গালীর ঐতিহ্যবাহী বর্ষবরণ অনুষ্ঠান এবং বাঙ্গালী সাংস্কৃতির লালন সম্পর্কে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।

এবিএন/বাদশা সেকেন্দার (ভুট্টু)/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত