শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • সিংড়ায় বাংলা বর্ষবরণ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

সিংড়ায় বাংলা বর্ষবরণ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

সিংড়ায় বাংলা বর্ষবরণ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

সিংড়া (নাটোর) , ১৫ এপ্রিল, এবিনিউজ : নাটোরের সিংড়া উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল সকাল ৮টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী, নাটোর-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট জুনাইদ আহমেদ পলক এমপির নেতৃত্বে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করেন উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, সিংড়া পৌরসভার মেয়র মোঃ জান্নাতুল ফেরদৌস, উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সরকার, ওসি মনিরুল ইসলামসহ আরো অনেকে।

সিংড়ায় বাংলা বর্ষবরণ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

পরে উপজেলা চত্বরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় মাহবুব মান্নান রচিত দ্রোহের কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচন এবং ১০জন ভিক্ষুককে পূনর্বাসনের আওতায় বিনামূল্য ছাগল প্রদান করেন প্রতিমন্ত্রী পলক।

এরপর উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন আয়োজিত বাংলা বর্ষবরণ উৎসব ১৪২৫ উপলক্ষে পান্তা উৎসব শত শত মানুষ তাদের পরিবার-পরিজন নিয়ে অংশ নেয়। এরপর কোর্টমাঠে সাপ খেলা ও লাঠিখেলা উপভোগ করে সবাই।

এবিএন/ রাকিবুল ইসলাম/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত