![বোয়ালখালীতে সীমানা প্রাচীর ভাংচুরের ঘটনায় মামলা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/15/chottrogram@abnews_135207.jpg)
বোয়ালখালী (চট্টগ্রাম) , ১৫ এপ্রিল, এবিনিউজ : চট্টগ্রামের বোয়ালখালীতে এক ব্যাংক কর্মকর্তার নিমার্ণাধীন ভবনের সীমানা প্রাচীর ভাংচুরের ঘটনায় থানায় মামলা দায়ের করেছেন। গত শুক্রবার রাতে ব্যাংকার মো. ওয়াসিমের ছোট ভাই রেজাউল করিম বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
মামলায় সাতজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো ৪জনকে আসামী করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার( ১০ এপ্রিল) রাত ১২টার দিকে বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদন্ডী এলাকার হাজী আহম্মদ মিয়ার বাড়ীর মার্কেন্টাইল ব্যাংক পটিয়া শাখার ব্যবস্থাপক মো. ওয়াসিমের নির্মাণাধীন ভবনের সীমানা প্রাচীর ভেঙ্গে গুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় দূর্বৃত্তরা মূল্যবান নির্মাণ সামগ্রী লুঠ করে নিয়ে যায়। এতে পরিবারের সদস্যরা বাধা দিলে দূর্বৃত্তদের মারধরে খালেদা বেগম(৬০),জাহানারা বেগম(৩০) ও রেজাউল করিম(২৫) আহত হন।
ব্যাংক কর্মকর্তা মো. ওয়াসিম জানান, বাড়ীর নির্ধারিত চলাচলের পথ রেখে তাঁদের জায়গা দীর্ঘদিন খোলা পড়ে থাকায় এক প্রতিবেশি এ জায়গা দিয়ে চলাচল করতো। সম্প্রতি খোলা পড়ে থাকা ওই জায়গার উপর ভবন নির্মাণ করতে গেলে ওই প্রতিবেশি বাধা দেন ও ভাড়াটে সন্ত্রাসী দিয়ে রাতের আঁধারে হামলা চালায়।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হিমাংশু কুমার দাস বলেন, এ ঘটনায় মামলা রুজু হয়েছে। আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এবিএন/ রাজু দে/জসিম/নির্ঝর