বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

বোচাগঞ্জে বিভিন্ন আয়োজনে বাংলা বর্ষবরণ পালন

বোচাগঞ্জে বিভিন্ন আয়োজনে বাংলা বর্ষবরণ পালন

বোচাগঞ্জ (দিনাজপুর), ১৫ এপ্রিল, এবিনিউজ : দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় বিভিন্ন আয়োজনে গতকাল শনিবার ১৪২৫ বাংলা বর্ষবরণ উৎযাপন করা হয়েছে।

উপজেলা প্রশাসন, শিল্পকলা একাডেমি ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন সকাল ৬টায় স্থানীয় শহীদ মিনারে শত কন্ঠে বর্ষবরণের গান , বাউল সংগিত, জারীগান ও পালা গান অনুষ্ঠিত হয়। এরপর উপজেলা প্রশাসন এর আয়োজনে আপামর জনতার অংশগ্রহণে মঙ্গল শোভা যাত্রা সেতাবগঞ্জ পৌর সভার বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা চত্বরে এসে শেষ হয়।

আনন্দ সভা যাত্রায় অংশগ্রহণ করেন আব্দুর রৌফ চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান রমিজা রৌফ চৌধুরী, সেতাবগঞ্জ পৌর মেয়র মো. আব্দুস সবুর, উপজেলা নির্বাহী অফিসার মো. সারওয়ার মোর্শেদ, অধ্যক্ষ আব্দুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আফছার আলী, যুগ্ম-সম্পাদক আবু তাহের মো. মামুন, সাংগঠনিক সম্পাদক মো. শামীম আজাদ সরকার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমুন নাহার মুক্তি, সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা মো. জাফরুল্লাহ্, মহিলা অধিদপ্তরের কর্মকর্তা মোছা. জুলেখা বেগম, সেতাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুস সাত্তার প্রমুখ।

এদিকে বে-সরকারি সংস্থা ইএসডিও প্রেমদীপ প্রকল্প বোচাগঞ্জের আয়োজনে শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেতাবগঞ্জ জেএসডি থিয়েটার দুই দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

এছাড়াও বিকেল ৪টায় শিল্পকলা একাডেমির আয়োজনে আব্দুর রৌফ চৌধুরী অডিটোরিয়ামে পুতুল নাচ প্রদর্শন করা হয়।

এবিএন/সাজ্জাদুল আযম সাজ্জাদ/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত