![২দিনের সফরে পীরগঞ্জে যাচ্ছেন স্পিকার](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/15/speaker_135218.jpg)
পীরগঞ্জ (রংপুর) , ১৫ এপ্রিল, এবিনিউজ : মহান জাতীয় সংসদের স্পিকার ও পীরগঞ্জ আসনের এমপি ড. শিরীন শারমিন চৌধুরী ২দিনের সফরে পীরগঞ্জে যাচ্ছেন।
আগামীকাল সকালে সড়কপথে ঢাকা থেকে রওয়ানা হয়ে দুপুরে পীরগঞ্জে পৌঁছাবেন তিনি।
বিকেলে উপজেলার মোনাইলে টুকুরিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সন্ত্রাস, জঙ্গীবাদ নির্মুল, মাদক দ্রব্যের অপব্যবহার, যৌতুক, নারী নির্যাতন, বাল্যবিবাহ প্রতিরোধে ইমাম ও ধর্মীয় নেতাদের করণীয় শির্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন তিনি। এ সময় ইসলামী ফাউন্ডেশন কর্তৃক নব প্রতিষ্ঠিত দারুল আরকান ইবতেদায়ী মাদ্রাসার ভিত্তিফলক উন্মোচন ও শুভ উদ্বোধন এবং সরকারি যাকাত তহবিল হতে দরিদ্র-অসহায় মানুষের মাঝে ছাগল ক্রয়ে নগদ অর্থ ও সেলাই মেশিন বিতরণ, নতুন প্রতিষ্ঠিত ১০টি সহজ কুরআন শিক্ষা কেন্দ্রে নব-নিযুক্ত শিক্ষকদের মাঝে নিয়োগপত্র, শির্ক্ষাথীদের মাঝে শিক্ষা উপকরণ প্রদান করবেন তিনি।
পরে তিনি রাত্রি যাপনের উদ্দেশ্যে রংপুর সার্কিট হাউজে যাত্রা করবেন। পরদিন মঙ্গলবার সকালে পীরগঞ্জের কাদিরাবাদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আনুষ্ঠানিক ভাবে উপজেলার দু:স্থ ও অসহায় পরিবাবের মাঝে ১০টাকা কেজি দরে চাউল বিতরণ কর্মসূচীর উদ্বোধন, কৃষি প্রণোদনা হিসেবে কৃষকদের মাঝে সার-বীজ, ১৫৮জন প্রতিবন্ধীদের মাঝে অনুদানের চেক, দলিত হরিজন ও বেদে সম্প্রদায়ভুক্ত ১২৬জনকে বিশেষ ভাতার চেক, সম্প্রতি উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করবেন তিনি।
এছাড়াও উপজেলার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নমুলক কর্মকান্ডের শুভ উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনসহ বিভিন্ন ইউনিয়নে উন্নয়ন মুলক কর্মকান্ড পরিদর্শন করবেন তিনি। বিকেলে সড়কপথে ঢাকার উদ্দেশ্যে পীরগঞ্জ ত্যাগ করবেন তিনি। স্পিকারের একান্ত সচীব এমএ কামাল বিল্লাহ স্বাক্ষরিত সফরসুচী নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা কমল কুমার ঘোষ ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম সকল প্রস্তুতি সম্পন্নের কথা জানান।
এবিএন/ এটিএম মাজহারুল আলম মিলন/জসিম/নির্ঝর