শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

বর্নাঢ্য আয়োজনে রামপালে বর্ষবরন

বর্নাঢ্য আয়োজনে রামপালে বর্ষবরন

রামপাল, ১৫ এপ্রিল, এবিনিউজ :বাগেরহাটের রামপালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্নাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪২৫ ও বর্ষবরন অনুষ্ঠান উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে গতকাল শনিবার সকাল ৮টা ৩০ মিনিটে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার কুমার পাল এর নেতৃত্বে শোভাযাত্রাটি উপজেলা সদর প্রদক্ষিন করে।

এরপর রামপাল উপজেলা অডিটোরিয়ামে বর্ষবরন উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের সমন্বয়ে গানে-সুরে বর্ষবরন এবং পানতা উৎসব অনুষ্ঠিত হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা চেয়ারম্যান শেখ মোঃ আবু সাইদ, ভাইস চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, প্রাক্তন উপজেলা চেয়ারম্যান মোল্লা আঃ রউফ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন, প্রানিসম্পদ কর্মকর্তা জাহিদুর রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা রিপন কুমার ঘোষ, রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান, সমাজসেবা কর্মকর্তা মোঃ হামিদুর রহমান, , পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা মোঃ ইলিয়াছুর রহমান, আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোঃ নাসির উদ্দিন, স্বেচ্ছাসেবকলীগের সম্পাদক চয়ন মন্ডল, ছাত্রলীগের সেক্রেটারি শেখ সাদী সহ বিভিন্ন সরকারী বেসরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় স্কুল কলেজের শিক্ষকশিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ ।

পরে বিকাল ৪ টায় উপজেলা চত্তরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুরুপভাবে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও বর্ষবরন অনুষ্ঠান পালিত হয়েছে।

এবিএন/মোঃ সাইফুল আলম/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত