শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • সুন্দরবনের পশুর চ্যানেলে কয়লাবোঝাই কার্গো জাহাজডুবি

সুন্দরবনের পশুর চ্যানেলে কয়লাবোঝাই কার্গো জাহাজডুবি

সুন্দরবনের পশুর চ্যানেলে কয়লাবোঝাই কার্গো জাহাজডুবি
ফাইল ছবি

বাগেরহাট, ১৫ এপ্রিল, এবিনিউজ : বাগেরহাটের মোংলা বন্দরের পশুর চ্যানেলের হারবাড়িয়া এলাকায় ৭৫০ টন কয়লাবোঝাই লাইটার জাহাজ এমভি নিলয়-২ ডুবে গেছে।

আজ রবিবার ভোরে এ জাহাজডুবির পর এখনো শুরু হয়নি উদ্ধার অভিযান।

ডুবে যাওয়া লাইটার জাহাজের চালক আনিছুল হক জানান, মোংলা বন্দরের সুন্দরবনের হারবাড়িয়া এলাকায় ইন্দোনেশিয়ার পতাকাবাহী এমভি গ্লাস বাণিজ্যিক জাহাজ থেকে কয়লাবোঝাই করে। পরে রবিবার ভোরে নোয়াপাড়া যশোরের উদ্দেশে ছেড়ে আসে লাইটার জাহাজ নিলয়-২। কিছু দূর এগোলেই ডুবোচরে ধাক্কা লেগে ডুবে যায় লাইটার জাহাজটি। এ ঘটনায় নৌযানের সকল কর্মচারী সাঁতরিয়ে তীরে উঠতে সক্ষম হন।

এদিকে বন্দরের চ্যানেলে কয়লা নিয়ে লাইটার জাহাজ ডুবলেও বন্দরের কার্যক্রম ও চ্যানেলে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে বলে মোংলা বন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

কার্গোডুবির ঘটনায় পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মো. মাহামুদুল হাসান বলেন, সুন্দরবনের অভ্যন্তরে কয়লার জাহাজডুবির ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এবিএন/সাদিক/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত