শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

রাণীনগরে পহেলা বৈশাখ উদযাপিত

রাণীনগরে পহেলা বৈশাখ উদযাপিত

রাণীনগর (নওগাঁ) , ১৫ এপ্রিল, এবিনিউজ : শুভ বাংলা নববর্ষ ১৪২৫ বরণ উপলক্ষ্যে নানান আয়োজনের মধ্য দিয়ে নওগাঁর রাণীনগরে উদযাপিত হয়েছে বাঙালির সর্বজনীন উৎসব পহেলা বৈশাখ।

উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার সকাল ৮ টায় রাণীনগর বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন থেকে বর্ণীল সাজে সজ্জিত হয়ে বিশাল এক বর্নাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে উপজেলা পরিষদ চত্তরে গিয়ে শেষ হয়।

অপর দিকে রাণীনগর প্রেস ক্লাবের উদ্যোগে সকাল ১১টায় বর্নাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে রাণীনগর প্রেস ক্লাবের সভাপতি এসএম সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রেস ক্লাব ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য মো: ইসরাফিল আলম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংসদ সদস্যের সহধর্মিনী সুলতানা পারভিন বিউটি, উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আল-ফারুক জেমস, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ হারুনুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান ছনিয়া ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক ইঞ্জি: নবির উদ্দিন খান, সদর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান পিন্টু, রাণীনগর থানার অফিসার ইনচার্জ এএসএম সিদ্দিকুর রহমান, অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল মালেক, প্রেস ক্লাবের সহ-সভাপতি ওহেদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক সাইদুজ্জামান সাগর প্রমুখ।

এবিএন/এ বাশার (চঞ্চল)/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত