![লালমনিরহাটে পানি পান করে একই পরিবারে ৯ জন অসুস্থ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/15/sick_abnews_135226.jpg)
লালমনিরহাট, ১৫ এপ্রিল, এবিনিউজ : লালমনিরহাটের হাতীবান্ধায় নলকুপের পানি পান করে একই পরিবারে ৯ জন অসুস্থ হয়ে পড়েছে।
আজ শনিবার সন্ধ্যায় ওই উপজেলার সিঙ্গিমারী ইউনিয়ন বিএনপি’র সভাপতি জয়নাল আবেদীনের ধুবনীস্থ বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, তাদের বাড়ির নলকুপের পানি পান করে ওই পরিবারের ৯ জন অসুস্থ হয়ে পড়েছে। তাদের মধ্যে অনেকের মুখ দিয়ে ফ্যানা আসতে থাকে। পরে তাদের হাতীবান্ধা হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসকরা তাদের মধ্যে ৭ জনকে হাতীবান্ধা হাসপাতালে ভর্তি ও ২ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।
হাতীবান্ধা হাসপাতালে চিকিৎসাধীন ওই বাড়ির মালিক জয়নাল আবেদীন জানান, নলকুপের পানিতে হয়তো বা কেউ কোন কেমিকেল মিশ্রিত করে অসৎ উদ্দেশে পরিকল্পতিভাবে তাদেরকে অসুস্থ করেছে।
হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রমজান আলী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এবিএন/আসাদুজ্জামান সাজু/জসিম/এমসি