বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

লালপুরে উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

লালপুরে উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

লালপুর (নাটোর), ১৫ এপ্রিল, এবিনিউজ : নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদের সমন্বয় কমিটির সভা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে আজ রবিবার অনুষ্ঠিত হয়।

দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন লালপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আনিসুর রহমান, দুড়দুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নায়েব উদ্দিন মালিথা, ইউনিয়ণ জঙ্গী ও সন্ত্রাস নির্মূল কমিটির সম্পাদক সোলায়মান হোসেন, আলোর দিশারী যুব স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সাংবাদিক মোয়াজ্জেম হোসেন।

আরো বক্তব্য রাখেন দুড়দুড়িয়া ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. অজয় সরকার, ইউনিয়ন পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফজলুর রহমান, কৃষি উপ-সহকারী রাসেল মাহমুদ, কাজী ইব্রাহিম হোসেন, ইউপি সদস্য হাফিজুর রহমান, মোসলেম উদ্দিন প্রমুখ।

এসময় ইউনিয়ন পরিষদের সদস্য ও সংরক্ষিত সদস্য গন সহ সমন্বয় কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া একই দিন পর্যায়ক্রমে ইউনিয়ণ আইন শৃঙ্খলা কমিটি, জঙ্গী ও সন্ত্রাস নির্মূল কমিটি এবং ইউপি চেয়ারম্যান ও সদস্যদের নিয়ে প্রকল্পভিত্তিক সভা অনুষ্ঠিত হয়।

এবিএন/মোয়াজ্জেম হোসেন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত