![সুন্দরগঞ্জে ২ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ৪](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/15/road-accident3_135240.jpg)
সুন্দরগঞ্জ (গাইবান্ধা), ১৫ এপ্রিল, এবিনিউজ : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় গত ২ দিনে বাস চাপা ও মারামারিসহ ৪ জন নিহত হয়েছে।
জানা গেছে, গত ১লা বৈশাখ গতকাল শনিবার বিকেলে কাপাসিয়া ইউনিয়নের ভাটিকাপাসিয়া গ্রামের আলম মিয়ার শিশু ছেলে লুৎফর রহমান (৮) রং ছিটাতে গিয়ে অটোবাইক চাপায় ঘটনা স্থলেই নিহত হয়।
এছাড়া সন্ধ্যা ৭ ঘটিকার সময় পৌর শহরের বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তায় সোনালী নৈশ কোচের ধাঁক্কায় মোস্তাফিজুর রহমান লিটনের স্ত্রী রাখি আক্তার (৩০) ঘটনাস্থলেই নিহত হয়। এদের উভয়কে স্থানীয়ভাবে মীমাংসার পর আজ রবিবার দাফন করা হয়েছে।
এদিকে গতকাল রবিবার পূর্ব ছাপড়হাটী গ্রামের মৃত বক্তার আলীর স্ত্রী মিনা বেওয়া (৪৫) বোরো ধানক্ষেতে স্যালো মেশিন দিয়ে পানি নিতে গেলে স্যালো মেশিনের চাকায় কাপড় পেচিয়ে ঘটনাস্থলেই নিহত হয়।
অপরদিকে গত শুক্রবার বাড়ির সীমানা নিয়ে মারামারিতে গুরুতর আহত পাঁচগাছী শান্তিরাম গ্রামের আবুল কাশেমের ছেলে রেজাউল করিম গতকাল রবিবার চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান মৃত্যুর ঘটনাগুলো নিশ্চিত করেন।
এবিএন/রেদওয়ানুর রহমান/জসিম/এমসি