![সুন্দরগঞ্জে ৩ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/15/sundargoang_abnews_135241.jpg)
সুন্দরগঞ্জ (গাইবান্ধা), ১৫ এপ্রিল, এবিনিউজ : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ৩ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করা হয়েছে।
গতকাল শনিবার উপজেলার করুণাময়ী উচ্চ বিদ্যালয় মাঠে আলোর প্রদীপ যুব সংর্ঘের আয়োজনে বৈশাখী মেলার উদ্বোধনের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সোনারায় ইউনিয়ন আ.লীগের সভাপতি রনজিৎ কুমার বর্মণ। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আফরুজা বারী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আ.লীগের সহ-সভাপতি ফরাদ আব্দুল্লাহ হারুন বাবলু, সাংগঠনিক সম্পাদক পিয়ারুল ইসলাম, জেলা আলীগ নেতা সুর্য বকশী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল আলম রেজা।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুন্দরগঞ্জ পৌর প্যানেল মেয়র মশিউর রহমান বিপ্লব, সোনারায় ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, প্রদীপ যুব সংর্ঘের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।
আলোচনা শেষে প্রধান অতিথি ৩ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধনী ঘোষণা করেন। পরে একটি আনন্দ শোভাযাত্রা ছাইতানতলা বাজার প্রদক্ষিণ করে।
এবিএন/রেদওয়ানুর রহমান/জসিম/এমসি