![শ্রীমঙ্গলে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও নগদ অর্থ বিতরণ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/15/tran_abnews_135244.jpg)
শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১৫ এপ্রিল, এবিনিউজ : শ্রীমঙ্গলে চলতি মৌসুমে উফশী আউশ ও নেরিকা আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও নগদ অর্থ সহায়তার প্রণোদনা কর্মসূচির উদ্বোধন হয়েছে।
আজ রবিবার সকাল ১১টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মিলনায়তনে প্রণোদনা কর্মসূচির শুভ উদ্বোধন করেন জাতীয় সংসদের সরকারী প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. মোবাশশেরুল ইসলাম।
বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অর্ধেন্দু কুমার দেব, উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি, প্রেসক্লাব সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী ও শ্রীমঙ্গল সদর ইউপি চেয়ারম্যান ভানু লাল রায় প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, শ্রীমঙ্গল উপজেলার ১৭৭৫ জন কৃষক উফশী আউশ আবাদের জন্য এবং ২০০ জন কৃষক নেরিকা আবাদের জন্য প্রণোদনা হিসেবে বিনামূল্যে সার, বীজ ও নগদ অর্থ পাচ্ছেন।
প্রতিজন কৃষক উফশী আউশ আবাদের জন্য ৫ কেজি বীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএমপি, ১০ কেজি এমওপি সার ও ৫০০ টাকা সেচ সহায়তা এবং নেরিকা আবাদি প্রতিজন কৃষক ৫ কেজি বীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএমপি, ১০ কেজি এমওপি সার, আগাছানাশক হিসেবে ৫০০ টাকা ও সেচ সহায়তা বাবৎ ৫০০ টাকা নগদ অর্থ সহায়তা পাচ্ছেন।
এবিএন/আতাউর রহমান কাজল/জসিম/এমসি