বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • শ্রীমঙ্গলে দরিদ্র কৃষকের মাঝে সোলার প্যানেল ও ভিজিএফ চাল বিতরণ

শ্রীমঙ্গলে দরিদ্র কৃষকের মাঝে সোলার প্যানেল ও ভিজিএফ চাল বিতরণ

শ্রীমঙ্গলে দরিদ্র কৃষকের মাঝে সোলার প্যানেল ও ভিজিএফ চাল বিতরণ

শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১৫ এপ্রিল, এবিনিউজ : শ্রীমঙ্গলের দুই ইউনিয়নের ৩০০ হতদরিদ্র কৃষকের মধ্যে বিনামূল্যে ভিজিএফ চাল ও সোলার প্যানের বিতরণ করা হয়েছে।

আজ রবিবার দুপুরে শ্রীমঙ্গলের কালাপুর ইউনিয়ন ও শ্রীমঙ্গল সদর ইউনিয়নে এসব চাল ও সোলার প্যানেল বিতরণ করা হয়।

জাতীয় সংসদের সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুই ইউনিয়নের ৩০০ দরিদ্র কৃষকের মাঝে এসব উপকরণ বিতরণ করেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আছাদুজ্জামান, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অর্ধেন্দু কুমার দেব, শ্রীমঙ্গল সদর ইউপি চেয়ারম্যান ভানুলাল রায়, কালাপুর ইউপি চেয়ারম্যান মো. মুজিবুর রহমান মুজুল প্রমুখ।

কালাপুর ইউনিয়নে ১৪৪ দরিদ্র কৃষকের মাঝে ১৪৪টি সোলার প্যানেল ও ৭৫ পরিবারের মাঝে ৩০ কেজি ভিজিএফ চাল বিতরণ করা হয়।

এদিকে শ্রীমঙ্গল সদস ইউনিয়নে ১৮৮টি সোলার প্যানেল ও ২২৫ পরিবারের মাঝে ৩০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ করা হয়।

এবিএন/আতাউর রহমান কাজল/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত